
মতলব দক্ষিন উপজেলায় এক রাজ মেস্তুুরী (বিল্ডিং এর সাব কনট্রাক্টর ) কে জিম্মি করে চাঁদা আদায়ের অভিযোগে রাব্বী নামের এক জনকে আটক করা হয়েছে । এ ঘটনায় মতলব দক্ষিন থানায় একটি এজহার দায়ের করা হয়েছে ।
জানাযায় গত ১৩ মে রাত সারে দশটার সময় রাজ মেস্তুুরী কালাম (৩৯) পৈলপাড়া এলাকার সাইড থেকে পায়ে হেটে বাড়ী আসার সময় উপাদী তাফালিং বাজার এলাকায় সাবেক ইউপি সদস্য মতিন মেম্বারের বাড়ীর পুর্ব পাশের রাস্তায় নাসির মাষ্টারের ছেলে রাব্বীসহ আরো ৪জন গতিরোধ করে মুখে চাপ দিয়ে বাগা বাড়ীতে নিয়ে গিয়ে মারধর করে এবং কালামকে জিম্মি করে ১০ লক্ষটাকা চাঁদা দাবী করে। সারা রাত আটক করে রাখে ভোররাতে টাকা নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয় । মারধরের শিকার আহত কালামকে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে ।
এ বিষয়ে কনট্রেক্টর কালান বলেন আমি রাতে বাড়ী ফিরার সময় তারা আমাকে জোর করে তুলে নিয়ে যায় এবং এই এলাকায় কাজ করতে হলে তাদেরকে ১০ লক্ষটাকা চাঁদা দিতে হবে নইলে মেরে ফেলার হুমকী দেয় এবং মারধর করতে থাকে । পরে জীবন বাচাঁতে আমার ভাগ্নির জামাই আল আনিনের মাধ্যমে ৫০ হাজার টাকা দিলেও তারা আরো টাকা দাবী করে পরে বিকাশের মাধ্যমে আরো ৩৫ জাহার টাকা দেই ভোর বেলায় টাকা নিয়ে যাওয়ার সময় বাব্বীকে আটক করা হয় ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মদ বলেন এ ঘটনায় অভিযোগ পেয়েছি। আটক রাব্বীকে আদলতে প্রেরন করা হবে বাকীদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে ।