চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর এলাকায় ভুয়া ডাক্তার ওমর ফারুক শাহীন আবারও পুরনো কর্মকাণ্ড শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওমর ফারুক সেখ শাহীন ভারত থেকে আরএমপি প্রশিক্ষণের সনদপত্র নিয়ে বিএমডিসির রেজিস্ট্রেশন করান এবং ডাক্তার পরিচয়ে পরিচিত হন। এরপর তিনি নারায়ণপুর বাজারে 'স্কয়ার' নামে একটি প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করেন এবং সেখানে চিকিৎসা প্রদান করতে থাকেন।
এছাড়া, তিনি বিভিন্ন হাসপাতালেও সিজারিয়ান অপারেশন করতে থাকেন। তবে, তার চিকিৎসার পদ্ধতির কারণে এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটে। মতলব পৌরসভার উত্তর নলুয়ার ওই গৃহবধূকে সিজার করাতে গিয়ে জরায়ু কেটে ফেলায় তার মৃত্যু ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্থানীয় জাতীয় পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর, যার ফলে বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল করা হয় এবং হাসপাতালের নাম পরিবর্তন করতে বাধ্য হন।
দীর্ঘদিন ধরে তাকে চিকিৎসা জগতে দেখা না গেলেও সম্প্রতি তিনি 'ম্যাক্স ভিআইপি' নামে একটি নতুন হাসপাতালে যুক্ত হয়ে ডাক্তার পরিচয়ে আবারও পুরনো কর্মকাণ্ড শুরু করেছেন। নতুন করে ডাক্তার পরিচয় নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালানোর বিষয়ে তার বিএমডিসির রেজিস্ট্রেশন বাতিল নিয়ে বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং ফেন কেটে দেন।
এভাবে ভুয়া ডাক্তার ওমর ফারুক শাহীনের কর্মকাণ্ড চলতে থাকায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং এ ধরনের অনৈতিক কার্যক্রম বন্ধ করার কামনা করেন।