মতলব দক্ষিণ উপজেলা সদরের নবকলস ওয়াপদা এলাকায় রাত পৌনে আটটায় সন্ত্রাসী হামলার শিকার হন মতলব পৌর ৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি জাকির হোসেন প্রধানের ছোট ভাই ইকবাল হোসেন প্রধান (৩৭)। হামলার ঘটনায় জয় নামক এক যুবককে আটক করে পুলিশের এনি কোর্স বন্ধ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। আটকৃত জয় উপাদী গ্রামের বর্তমানে ঢাকিরগাঁও বালুর মাঠ এলাকার জুলফিকার আলীর ছেলে। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানার উপ পুলিশ পরিদর্শক ( এসআই) জীবন চৌধুরী ঘটনাস্থলেএসে তদন্ত করেন এবং জয়কে থানায় নিয়ে যান।
এদিকে হামলার শিকার ইকবাল প্রধানকে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। তার শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্র জানা গেছে বেশ কয়েকদিন পূর্বে ওয়াপদা কলোনির ভিতরে মাদকের আড্ডা খানা দেখে তার প্রতিবাদ করাকে কেন্দ্র করে ওয়াদা এলাকায় দফায় দফায় মারামারির ঘটনা ঘটেছে। ওই ঘটনার সূত্র ধরেই এই হামলার ঘটনাটি ঘটেছে বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।
ভুক্তভোগী এলাকাবাসী এ ঘটনাটির সুষ্ঠু তদন্ত পূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।