মতলব দক্ষিণ থানা পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার (২৩ মে-২০২৫) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ্ আহাম্মদের দিক নিদের্শনায় এসআই জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার ২নং ওয়ার্ডের দগরপুর বাজারের তিন রাস্তার মোড়ে পাকা রাস্তায় অভিযান চালিয়ে নারায়ণপুর পৌরসভার নাটশাল গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ আলম (৫২), নারায়ণপুর সারপাড় গ্রামের মাসুদ মজুমদারের ছেলে মোঃ নাঈম (১৯) ও হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ গ্রামের আশরাফ হোসেনের ছেলে মোঃ তৌহিদ (২২) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে মাদকদ্রব্য আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি সালেহ্ আহাম্মদ বলেন, মাদকসহ তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে । আমাদের অভিযান আরো জোরদার করা হবে ।